• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিএনপি নেতারা ভয় পান, আন্দোলন ডেকে ঘরে বসে থাকেন: ওবায়দুল কাদের 

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

বিএনপি নেতারা ভয় পান, আন্দোলন ডেকে ঘরে বসে থাকেন: ওবায়দুল কাদের     
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কিন্তু বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পান। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকেন।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশে ভালো একটা নির্বাচন চায়। সময় থাকতে ষড়যন্ত্রের পথ থেকে সরে নির্বাচনে আসুন। নির্বাচন খুব বেশি দূরে নয়। আপনারা জোট করুন বা একা আসুন সেটা আপনাদের ব্যাপার। নির্বাচনে আসতে হবে- ক্ষমতার মঞ্চে কোনো পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি আরো বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে মনঃকষ্টে ভুগছে বিএনপি। তারা বুঝে গেছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে। বিএনপি বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। সেই কারণে তাদের মনঃকষ্ট বেড়েই চলেছে।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে সরকার চুপ করে বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে। ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনারদের সঙ্গে মোকাবিলা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –